আবুধাবিতে এসে আজ বাংলাদেশ দলকে যা সামলাতে হলো, তার সঙ্গে মাহমুদউল্লাহদের পরিচয় নেই বললেই চলে। বাংলাদেশ দলের
ঘাস ও বাউন্সের উইকেটে বাংলাদেশ দলকে খেলতে হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও আনরিক নর্কিয়ার বিপক্ষে।
বিশ্বকাপে এখন পর্যন্ত এই সবুজ বিপ্লবের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। শারজা ও দুবাইতে উইকেট কিছুটা মন্থরই ছিল। তার আগে ঘরের মাঠে খেলা দুটি সিরিজে বল ঘুরেছে ডানে–বাঁয়ে।
মন্তব্য করুন